করোনা নিয়ন্ত্রণে প্রথম দিন থেকেই কাজ করবেন বাইডেন
logo
ঢাকা, সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা নিয়ন্ত্রণে প্রথম দিন থেকেই কাজ করবেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক | দৈনিক বিবর্তন
নভেম্বর ৭, ২০২০ ৫:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত জয় পেলে দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে কাজ করবেন জো বাইডেন।

তিনি বলেছেন, দায়িত্বগ্রহণের পর করোনা মহামারি নিয়ন্ত্রণে আমি কোনো সময় অপচয় করবো না।

শুক্রবার ডেলওয়্যারে তার নিজ শহর ওয়েলমিংটন থেকে এক ভাষণে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমি সবাইকে জানাতে চাই, এই ভাইরাস নিয়ন্ত্রণে আমাদের পরিকল্পনা প্রথম দিন থেকে কার্যকর করতে যাচ্ছি।

ভাষণে জো বাইডেন আরো বলেন, একটি জাতি হিসেবে নিরাময়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আর তিনি নির্বাচিত হলে জাতিকে ঐক্যবদ্ধ করারও প্রতিশ্রুতি দেন।

এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভোটে হারাতে বাইডেন নিজের আত্মবিশ্বাসের কথা বলেন। ভোট গণনায় দেরি হলেও নিজেকে বিজয়ী ঘোষণা থেকে সামান্য দূরে আছেন এই ডেমোক্র্যাট প্রার্থী।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।