বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সময়সূচি (Ban vs Pak)
logo
ঢাকা, রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সময়সূচি (Ban vs Pak)

স্পোর্টস ডেস্ক
নভেম্বর ১৯, ২০২১ ১০:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

( Ban vs Pak) স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচগুলোর সময়সূচি চূড়ান্ত হয়েছে।

১৯ নভেম্বর থেকে শুরু হবে দুই দলের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। অর্থাৎ, বিকাল ৫টা ১০ মিনিটের মধ্যেই ইতি ঘটবে প্রতিটি ম্যাচের।

টি-টোয়েন্টির মত টেস্ট সিরিজের ম্যাচ দুটিও অনুমিতভাবেই দিনের আলোয় মাঠে গড়াবে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তরগত দুই টেস্টের প্রতিদিনের খেলা শুরু হবে সকাল দশটায়।

১৯ নভেম্বর শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২২ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচের ভেন্যুই ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে চট্টগ্রামে। ‘সাগরিকা’ খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬ নভেম্বর শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট। চট্টগ্রাম টেস্ট শেষে দুই দল আবারও ঢাকায় ফিরবে। ৪ ডিসেম্বর মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে।

একনজরে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের পূর্ণাঙ্গ সূচি

তারিখ ম্যাচ ভেন্যু ম্যাচ শুরুর সময়
১৯ নভেম্বর ১ম টি-টোয়েন্টি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর দুপুর ২টা
২০ নভেম্বর ২য় টি-টোয়েন্টি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর দুপুর ২টা
২২ নভেম্বর ৩য় টি-টোয়েন্টি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর দুপুর ২টা
২৬-৩০ নভেম্বর ১ম টেস্ট জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম প্রতিদিন সকাল ১০টা
৪-৮ ডিসেম্বর ২য় টেস্ট শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর প্রতিদিন সকাল ১০টা

 

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।