এবারের বিপিএলে অংশগ্রহণকারী দলের সংখ্যা সর্বমোট ৭ টি। মূলত ব্যালিস্টিক ম্যাচের মাধ্যমে একে অপরের মুখোমুখি হবে দুবার। তাহলে চলুন দেখে নেয়া যাক এবারের বিপিএলের পয়েন্ট টেবিলে কে সবচেয়ে উপরে রয়েছে এবং কার অবস্থান কত।
বিপিএল পয়েন্ট টেবিল ২০২৪ | BPL Points Table 2024
এবারের বিপিএলে সাতটি দলের অংশগ্রহণে সর্বমোট ৪৬ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। চলুন দেখে নেই এবারের বিপিএল পয়েন্ট টেবিল
সর্বশেষ তথ্য আপডেট অনুযায়ী এ পর্যন্ত মোট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে নয়টি। আর এই নয়টি ম্যাচে অংশগ্রহণ করেছে মোট চারটি দল। আর আটটি করে ম্যাচে অংশগ্রহণ করেছে তিনটি দল। আমরা এখন এই তথ্য অনুযায়ী পয়েন্ট টেবিল সম্পর্কে জানব। আসুন আমরা নিচে থেকে এখন এই পয়েন্ট টেবিল দেখে নেই।
বিপিএল পয়েন্ট টেবিল ২০২৪
লাস্ট আপডেট: ২৪/০২/২০২৪
টিম | ম্যাচ | জয় | পরাজয় | নেট রান রেট | পয়েন্ট | শেষ ৫ ম্যাচ |
রংপুর রাইডার্স Q | ১২ | ৯ | ৩ | +১.৪৩৮ | ১৮ | |
কুমিল্লা ভিক্টোরিয়ান্স Q | ১২ | ৮ | ৪ | +১.২৭৯ | ১৬ | |
ফরচুন বরিশাল Q | ১২ | ৭ | ৫ | +০.৪১৪ | ১৪ | |
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স Q | ১২ | ৭ | ৫ | -০.৪১০ | ১৪ | |
খুলনা টাইগার্স | ১২ | ৫ | ৭ | -০.৪৪৭ | ১০ | |
সিলেট স্ট্রাইকার্স | ১২ | ৫ | ৭ | -০.৮৯১ | ১০ | |
দুর্দান্ত ঢাকা | ১২ | ১ | ১১ | -১.৪২০ | ২ |
BPL Point Table 2024
দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।