অর্চিতা স্পর্শিয়া
logo
ঢাকা, বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অর্চিতা স্পর্শিয়া

বিনোদন ডেস্ক
আগস্ট ১, ২০২২ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

অর্চিতা স্পর্শিয়া (জন্মঃ ৮ই ডিসেম্বর, ১৯৯২) একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। মডেলিং ও টিভি বিজ্ঞাপন পাশাপাশি তিনি নাটকে অভিনয় করেও বেশ সুনাম অর্জন করেছেন। এয়ারটেল পরিচালিত ‘ইম্পসিবল ৫’ এ অভিনয় করে ২০১৩ সালে অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। এছাড়া বিটিভি তে বিবিসি এর উজান গাঙ্গের নাইয়া তে অভিনয় করে তাঁর কর্মজীবনে ভিন্ন মাত্রা যোগ করেন।

প্রাথমিক জীবন

স্পর্শিয়া ১৯৯৩ সালের ৮ ই ডিসেম্বর বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি পরিবারের একমাত্র সন্তান এবং একাকী তার মায়ের কাছে বেড়ে ওঠেন। মাত্র এক বছর বয়সে তাঁর বাবা তাঁদের ছেড়ে চলে যান। তার মা সুজন হক একজন প্রাক্তন সাংবাদিক এবং অসচ্ছল পরিবার ও এতিমদের নিয়ে সমাজকর্মী হিসাবে কাজ করেছেন। বর্তমানে সুজান হক পোশাকের ব্যবসা চালাচ্ছেন।

অর্চিতা স্পর্শিয়া

ছোট বেলা থেকেই অঙ্কন, উপন্যাস এবং চলচ্চিত্রের প্রতি স্পর্শিয়া গভীর অনুরাগী ছিলেন। স্পর্শিয়া প্রশিক্ষণ এবং শিখেছে শাস্ত্রীয়,সালসা এবং সমসাময়িক নৃত্যশিল্পীও। স্পর্শিয়া সেফালন ইন্ট থেকে তার প্রাথমিক স্কুল শেষ করেছেন। তারপরে তিনি পিয়ারসন এডেক্সেল লন্ডন পরীক্ষার বোর্ডের অধীনে তার ও এবং এ লেভেল শেষ করেছেন। তারপরে তিনি মিডিয়া স্টাডিজ এবং জার্নালিজমে অনার্স করতে লিবারেল আর্টস ইউনিভার্সিটিতে (ইউল্যাব) ভর্তি হন। তিনি ডিজিটাল প্রোডাকশন (চলচ্চিত্র নির্মাণ)-কে প্রধান হিসাবে নিয়েছিলেন। তাকে নিজের এবং তার মায়ের দায়িত্ব নিতে হবে এবং তাই তিনি ১৫ বছর বয়সে পড়াশুনার পাশাপাশি কাজ শুরু করেছিলেন। প্রথমে তিনি শিশুদের আর্ট শিক্ষক হিসাবে একটি আর্ট স্কুলে যোগদান করেছিলেন এবং তারপরে তিনি তার জুনিয়রকে প্রশিক্ষণ দিয়েছিলেন। পরে তিনি আর্ট ডিরেক্টর হিসাবে একটি বিজ্ঞাপন সংস্থা এবং প্রযোজনা সংস্থায় যোগদান করেছিলেন এবং পরে সহকারী পরিচালক হিসাবে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন, কারণ চলচ্চিত্র নির্মাতা হওয়ার স্বপ্ন ছিল তার। অভিনয় শুরুর আগে স্পশিয়া টিভি বিজ্ঞাপন ও মডেলের প্রতি আকৃষ্ট ছিলেন। তাঁর চলচিত্রের প্রতিও আগ্রহ রয়েছে। ২০১৫ সালে নির্মাতা রাফসান আহসানের সাথে তাঁর বিয়ে হয়। ২০১৭ সালে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে।

কর্মজীবন

স্পর্শিয়া তাঁর অভিনয় জীবন শুরু করেন ‘প্যারাসুট’ তেলের বিজ্ঞাপনের অভিনয় দিয়ে।’বন্ধু তিন দিন’ শিরোনামের সেই বিজ্ঞাপনটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। এরপর এয়ারটেল এর কিছু বিজ্ঞাপন করেন। তিনি “রোদ”, “ওয়ারিশনামা” , “অরুনুদয়ের তরুন দল” দ্বারা নাটকে পদার্পণ করেন।

টেলিভিশন

  • রোদ
  • ওয়ারিশনামা
  • অরুনুদয়ের তরুন দল
  • ইম্পসিবল ৫
  • উজান গাঙ্গের নাইয়া
  • আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে
  • ইচ্ছেঘুড়ি
  • ১৮+
  • প্রেম আসে প্রেম যায়
  • প্রবাসী জামাই
  • শ্রাবণের বিষ্টি
  • ঘুনপোকার ভালবাসা
  • ল্যান্ডফোনের দিনগুলো
  • জরি কিংবা মিনুর গল্প

চলচ্চিত্র

ওয়েব ধারাবাহিক

বছর শিরোনাম ওটিটি চরিত্র সহ-শিল্পী পরিচালক টীকা
২০১৮ আবাসিক হোটেল তৌসিফ মাহবুবশামীম হাসান সরকাররাহা তানহা খানতামিম মৃধা, জাকি ইমরাউল রাফাত
২০২০ পাঁচ ফোড়ন হইচই ইয়াশ রোহানতারিক আনাম খানফজলুর রহমান বাবু নুরুল আলম আতিক
২০২১ বউ ডাইরিজ (টু-লেট) বায়োস্কোপ ইয়াশ রোহান সামির আহমেদ

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।