শ্রম আইন লঙ্ঘনের মামলায় ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা ঘোষণার পর আপিল করার শর্তে এক মাসের জামিন পেয়েছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১ জানুয়ারি) দুপুরে ঢাকার শ্রম আদালত-৩ এর বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় ঘোষণা করেন।
এ মামলায় ড. ইউনূসসহ চার আসামিকে শ্রম আইন ৩০৩ (ঙ) ধারা লঙ্ঘন করায় ৬ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা; অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও শ্রম আইনে ৩০৭ লঙ্ঘন করায় ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন আদালত।
মামলায় অন্য আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।
ড. ইউনূসের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আবদুল্লাহ আল নোমান।
উল্লেখ্য, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছিলেন।