উরফি জাভেদ হলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। তিনি এএলটিবালাজিতে প্রচারিত বড় ভাইয়া কি দুলহানিয়া সিরিজে অবনীর চরিত্রে অভিনয় করার জন্য বেশি পরিচিত।
ব্যক্তিগত জীবন
উরফি জাবেদ ১৯৯৮ সালের ১৫ই অক্টোবরে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের লখনউতে জন্মগ্রহণ করেন। তিনি লখনউয়ের নাম করা বিদ্যালয় সিটি মন্টেসরি স্কুল থেকে তার স্কুল জীবন সমাপ্ত করেন। তিনি অ্যামিটি বিশ্ববিদ্যালয়, লখনউয়ে থেকে গণযোগাযোগে স্নাতক করেন।
কর্মজীবন
২০১৬ সালে, উর্ফি জাভেদ সনি টিভির বড় ভাইয়া কি দুলহানিয়া-তে অবনী চরিত্রে অভিনয় করে নজর কাড়েন। ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত, তিনি স্টার প্লাস চ্যানেলের চন্দ্র নন্দিনীতে ছায়ার চরিত্রে অভিনয় করেন। তারপর, তিনি স্টার প্লাসেরই মেরি দুর্গা সিরিজে আরতির চরিত্রে অভিনয় করেন।
তিনি, ২০১৮ সালে সাব টিভির সাত ফেরো কি হেরা ফেরিতে কামিনী জোশীর চরিত্রে, কালারস টিভির বেপান্না সিরিজে বেলা কপুররের চরিত্রে, স্টার ভারতের জিজি মা সিরিজে পিয়ালীর চরিত্রে এবং অ্যান্ডটিভিতে দয়ানে নন্দিনীর চরিত্রে অভিনয় করেন।
তিনি, ২০২০ সালে ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়-তে শিবানী ভাটিয়ার চরিত্রে অভিনয় করেন। তিনি, তারপর কসৌটি জিন্দেগি কে-তে তানিশা চক্রবর্তীর চরিত্রে অভিনয় করেন।
টেলিভিশন
বছর | অনুষ্ঠান | ভূমিকা | মন্তব্য |
---|---|---|---|
২০১৬ | বড় ভাইয়া কি দুলহানিয়া | অবনী পান্ত | |
চন্দ্রনন্দিনী | রাজকুমারী ছায়া | ||
২০১৭ | মেরি দুর্গা | আরতি সিংহানিয়া | |
২০১৮ | সাত ফেরো কি হেরা ফেরি | কামিনী জোশী ওরফে কাজো | |
বেপান্নাহ | বেলা কাপুর | ||
জিজি মা | শ্রাবণী পুরোহিত/ পিয়ালী সেহগাল | ||
২০১৮-২০১৯ | দায়ান | নন্দিনী | |
২০২০ | ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় | অ্যাডভোকেট শিবানী ভাটিয়া | |
কসৌটিই জিন্দেগি কে | তানিশা চক্রবর্তী | ||
অ্যায় মেরে হামসাফর | পায়েল শর্মা | ||
২০২১ | বিগ বস ওটিটি | প্রতিযোগী | উচ্ছেদ দিবস ৮/৪২ |