কেএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১১
logo
ঢাকা, বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১১

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৫, ২০২৩ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ৯০০ গ্রাম গাঁজা, ২৪৩টি ইয়াবা বড়ি, ৭ গ্রাম ইয়াবার গুঁড়াসহ ১১ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল থেকে বুধবার (৪ অক্টোবর) সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন শেখ হাসিবুর রহমান রনি (৪০), মো. হাবিব শেখ (৩০), নয়ন ইসলাম (২০), আনোয়ারা বেগম (৫২), মো. তুহিন হাওলাদার (১৯), মো. বিল্লাল হাওলাদার (৩২), মো. ইয়াসিন বিশ্বাস (২৮), মো. আলামিন হাওলাদার (২৩), মো. সৌরভ (২৮), মো. আলিমুল ইসলাম (২৬) ও মো. রাসেল সরদার (২৭)।

তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করেছে পুলিশ।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।