গোল্ডেন এ প্লাস পাওয়ায় খুলনা সোসাইটির অভিনন্দন
logo
ঢাকা, বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গোল্ডেন এ প্লাস পাওয়ায় খুলনা সোসাইটির অভিনন্দন

অনলাইন ডেস্ক
নভেম্বর ২৯, ২০২২ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনা সোসাইটির কো-চেয়ারম্যান হার্ট স্পেশালিষ্ট ডা: বিষ্নুপদ সাহার পরিবারের তিন সন্তান এবার এসএসসি পরীক্ষায় গোন্ডেন এ প্লাস (জিপিএ-৫) পেয়ে উত্তীর্ণ হয়েছে।

তার বড় ভাইয়ের কন্যা সাইকি দেবনাথ সাহা খুলনার পাইকগাছা সরকারী বালিকা মাধ্যমিক বিদ্যালয় হতে, নোয়া বোনের কন্য প্রণতী সাহা সাতক্ষীরার সরকারি কালীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় হতে ৯৭% এবং ছোট বোনের ছেলে অনিক সাহা খুলনা পাবলিক কলেজ হতে ৯৬.৫% মার্ক পেয়ে কৃতিত্বের সাথে পাশ করেছে।

তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা এবং দেশ গড়ার উদার ও মানবিক মানুষ হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে পারে সেই আশীর্বাদ কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা সোসাইটির চেয়ারম্যান অধ‍্যাপক এস এম সোহেল ইসহাক, উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফফার বিশ্বাস, উপাধ‍্যাক্ষ প্রফেসর তাসরিনা বেগম, মোল্লা শওকাত হোসেন বাবুল, প্রফেসর এ্যাড. শফিউল আলম সুজন, কো-চেয়ারম্যান বিশ্বাস প্রোপার্টিজ এর সিইও আজগার বিশ্বাস তারা, সাবেক ভিপি কাজী সাকিনুর সেতু, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ডা. চয়ন বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান এম ডি খাইরুল ইসলাম খান জনি, চেম্বার পরিচালক মো: মাহাবুব আলম, মহাসচিব জেলা ট্রান্সপোর্ট এশোশিয়েশন এর সাধারন সম্পাদক এস এম শফিকুল আলম বিপ্লব, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. মাহাবুব আলম, সাংবাদিক মো. আবু তৈয়ব মুন্সী, নারীনেত্রী তৈয়বা খাতুন চেমি, পিডিআরআর তারেক মাহামুদ, অধ্যক্ষ এ্যাড. মির্জা নুরুজ্জামান, আতাউর রহমান শিকদার রাজু, রোটারি ডিস্ট্রিক্ট লিডার পিপি মেহেজাবিন মুবিনা হেমা, বিশিষ্ট ব‍্যবসায়ি সৈয়দ নজরুল ইসলাম টুটুল, রোটা: সিপি এস এম ময়েজ উদ্দিন চুন্নু, ইঞ্জি. সাব্বির হোসেন, ডা. উপানন্দ রায়, এ্যাড. লাবনী আমিন এপিপি, মো. মোবারক হোসেন, চার্টার্ড একাউন্টেন্ট মো. কামরুজ্জামান, এয়ার ইঞ্জি. মলয় কান্তি বালা, খুবির ডেপুটি রেজিষ্টার শামসুন্নাহার শিমুল, ইয়াফেজ ইসতেহাদ দ্বীপ, জয়নাল ফরাজী, নারীনেত্রী মেহেজাবিন খান, সাংবাদিক জয়নাল ফরাজী, ডা. মেহেদী হাসান, ডা: নয়ন পাল, এস এম মিশকাতুল ইসলাম, নারীনেত্রী নাসরিন ইসলাম তন্দ্রা, শিউলী বিশ্বাস, মো. তারেক হাসান, মানসুরা তুলি, সালমা খানম, সুবর্ণা রহমান খান, আল-আমিন শিশির, ইঞ্জি. মিজানুর রহমান, বেগ রফিকুল ইসলাম, শেখ সাদিকুর রশিদ অভি, রোটা: মনিরুল ইসলাম মনি, রুবেল ইসলাম, আর্কিটেক্ট শাহরিয়ার রেহমান শুভ্র, মো: মিশকাত হোসেন, ইঞ্জি. আহসানুল হক

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।