শুক্রবার, জুলাই ২, ২০২১
করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ঝিনাইদহে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। যৌক্তিক কারণ ছাড়া বাইরে বের হলে গুণতে হচ্ছে জরিমানা। আর্থিক জরিমানা ছাড়াও শাস্তির বিধান চালু রয়েছে। শহরের কয়েকটি মোড়ে চেকপোস্ট বসিয়ে এ কার্যক্রম চলছে।
ঝিনাইদহ অঞ্চলে করোনা সংক্রমণের হার বেড়ে গেছে। দিনদিন অবস্থা খারাপ হচ্ছে। মানুষ এর ভয়াবহতা গণমাধ্যমে দেখছে। এরপরেও তারা সচেতন হচ্ছে না। বাজারে মুখে মাস্ক না পরে ঘুরতে আসা ব্যক্তিদের বিভিন্ন পরিমাণ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনকে সাহায্য করতে আজ শুক্রবারও পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব, এপিবিএন ও আনসার ব্যাটেলিয়ান সদস্যরা রয়েছেন। সকাল-বিকেল দুই বেলাই অভিযান চলবে।
শহরের সুইট মোড়ে চেকপোস্ট বসিয়ে বাইরে আসার কারণ জিজ্ঞাসা করছে, উত্তর দিতে না পারলে আর্থিক জরিমানা ছাড়াও বিভিন্ন ভাবে শাস্তি দিতেই দেখা গেছে বা দাড় করিয়ে পরে ছেড়ে দেওয়া হয়েছে।