ঢাকা জেলা আ.লীগের সভাপতি বেনজির, সম্পাদক তরুণ
logo
ঢাকা, মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা জেলা আ.লীগের সভাপতি বেনজির, সম্পাদক তরুণ

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২২ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: ঢাকা জেলা আওয়ামী লীগকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে নবীন-প্রবীণের সমন্বয়ে দুই সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে বেনজির আহমেদকে বহাল রেখে আগের কমিটির সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) এই দুজনের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিন রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

বিশাল শোডাউনের মাধ্যমে সরকারবিরোধী অপরাজনীতির বিরুদ্ধে রাজপথে শক্তির মহড়া দিতে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনের নেতাকর্মীদের ঢল নামে। শনিবার দুপুর ২টার পর রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা।

দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার, ধামরাই- এই পাঁচ উপজেলা নিয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ গঠিত। সম্মেলনকে ঘিরে দোহার-নবাবগঞ্জ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদ প্রত্যাশী নেতাদের অনুসারীরা বাস ট্রাক পিকআপসহ বিভিন্ন যানবাহনে কর্মী সমর্থকদের নিয়ে বাদ্য বাজনাসহ মিছিল সহকারে সম্মেলনস্থলে যোগ দেন।

ঢাকা বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম উপস্থিত নেতাদের নিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করেন। জেলার নেতারাসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়। সম্মেলন মঞ্চে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনসহ ঢাকা জেলা আওয়ামী লীগের নেতারা।

সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম। সভাপতিত্ব করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এমপি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।

উল্লেখ্য, ২০১৬ সালের সেপ্টেম্বরে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে বেনজির আহমেদকে সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের ঢাকা জেলা কমিটি গঠন করা হয়।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।