বরগুনার তালতলীতে শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ চেয়ারম্যান ও ১১ সদস্য পদপ্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
বৃহস্পতিবার (২৬ মে) শেষ দিনে বিকাল ৫টা পযন্ত তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন । বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা।
শেষ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ১৫ জুন বরগুনার তালতলী উপজেলার ৬টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৫ টার সময় এক অনানুষ্ঠানিক এ তথ্য নিশ্চিত করেছেন । ৬ টি ইউনিয়নের মোট ৩৭জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন জমা দেন। প্রত্যাহারের শেষ দিনে ৮ জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় চেয়ারম্যানে ২৯ জন প্রার্থী রয়েছেন। সদস্য পদে ১৯৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর ভিতরে ২ জনের মনোনয়ন অবৈধ হয়। বাকি ১১ জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেয়। সদস্য পদে ১৮২ জন ইউসি সদস্য প্রার্থী রয়েছে। সংরক্ষিত সদস্য ৭৩ জন প্রার্থীর মধ্যে কেউ প্রত্যাহার করেনি। এ উপজেলায় ৬ টি ইউনিয়নের চেয়ারম্যানসহ মোট ২৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বড়বগী ইউনিয়নে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য,ছোটবগী ইউনিয়নে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হয়।
প্রত্যাহার করা চেয়ারম্যান প্রার্থিরা হলেন পচাকোড়ালিয়া ইউনিয়ন মো.শাহীন,আরিফ হোসেন ফসল,কড়ইবাড়িয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানের নূর মোহাম্মদ মাস্টার, শামীম,বড়বগী ইউনিয়নে কামরুল আহসান,শাহজাহান টুকু,আবুল কাশেম ও নিশানবাড়িয়া ইউনিয়নে আবুল কালাম আজাদ।
আগামী ২৭ মে প্রতীক বরাদ্ধ করা হবে। এই প্রথম ৬টি ইউনিয়নই ইভিএমে’র মাধ্যমে ১৫ জুন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।