ঢাকা: ভোক্তাপর্যায়ে এলপিজি গ্যাসের দাম আরও কমানো হয়েছে। মে মাসের মতো জুন মাসেও কমলো এলপিজির দাম। প্রতি কেজিতে কমলো ৭ টাকা ২৩ পয়সা, এ হিসাবে ১২ কেজি সিলিন্ডারের দাম কমেছে ৯৩ টাকা। ৯৩ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটারপ্রতি ৫৭ দশমিক ৯১ টাকা নির্ধারণ করেছে বিইআরসি।
বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল এক সংবাদ সম্মেলনে এ দাম ঘোষণা করেন।
সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।
এর আগে মে মাসে ১২ কেজি এলপি গ্যাসের দাম ছিল এক হাজার ৩৩৫ টাকা, অটোগ্যাস লিটার প্রতি ৬২ দশমিক ২১ টাকা নির্ধারণ করা হয়।
বিইআরসির চেয়ারম্যান বলেন, বুধবার (১ জুন) রাতে সৌদি আরামকো কোম্পানি তাদের দাম ঘোষণা করেছে। তারপর আমরা সারারাত সদস্যরা বসে দাম সমন্বয় করেছি।
উল্লেখ্য, গত ৫ মে বেসরকারি পর্যায়ে ১২ কেজির সিলিন্ডারে এলপিজির দাম ১০৪ টাকা কমিয়ে এক হাজার ৩৩৫ টাকা করা হয়।