পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
logo
ঢাকা, রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক
অক্টোবর ১০, ২০২৩ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ১২টা ২৪ মিনিটে তিনি মাওয়া প্রান্তে এটি উদ্বোধন করেন। এর আগে বেলা ১১টার দিকে তিনি উদ্বোধনস্থলে পৌঁছান। সেখানে তিনি সুধিসমাবেশে বক্তব্য দেন।

উদ্বোধনের পর ট্রেনে করে মাওয়া থেকে ভাঙ্গা রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে তিনি ভাঙ্গার কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে জনসভায় ভাষণ দেবেন।

পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর পর্যন্ত রেলপথ ১৭২ কিলোমিটার। শেষ হয়েছে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথের কাজ। এ অংশের উদ্বোধনের এক সপ্তাহ পর বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। ইতোমধ্যে পরীক্ষামূলক ট্রেন চালানোর প্রাথমিক পদক্ষেপ সম্পন্ন করেছে রেল কর্তৃপক্ষ।

ভাঙ্গার কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে জনসভায শেষে বিকেল ৪টার দিকে সড়কপথে ভাঙ্গা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।