গত ৩ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মেতে উঠে বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়ার নাচে। ‘বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ফ্রেন্ডশিপ ফেস্টিভাল’ নামের ওই আয়োজনে নিজের গাওয়া তিন জনপ্রিয় গানের সঙ্গে পারফর্ম করে উপস্থিত দর্শকদের তাক লাগিয়ে দেন অভিনেত্রী।
এই অনুষ্ঠান শেষে পরদিনই ঢাকায় ফিরেছেন ফারিয়া। আজ শুক্রবার (১০ ডিসেম্বর) থেকে তিনি যোগ দিয়েছেন বাংলাদেশে চলমান ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিংয়ে। ফারিয়া নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর এ সিনেমা ফারিয়া অভিনয় করছেন মুজিবকন্যা শেখ হাসিনা চরিত্রে। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য বড় আয়োজনের সিনেমাটি পরিচালনা করছেন শ্যাম বেনেগাল। ২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় সিনেমার শুটিং করেছেন তিনি।
২১ নভেম্বর থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে সিনেমার শেষভাগের দৃশ্যধারণ চলছে। আগামী বছরের মার্চে মুক্তি পাবে সিনেমাটি।
উল্লেখ্য, নুসরাত ফারিয়া ছিলেন উপস্থাপক। তবে এখন পুরোদস্তুর নায়িকা। গত কয়েক বছরে বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন। তার সমস্ত ব্যস্ততা এখন রূপালি দুনিয়া ঘিরেই। তবে এর ফাঁকে গানও করেন তিনি। ‘পটাকা’ ও ‘আমি চাই থাকতে’র পর সম্প্রতি প্রকাশ করেছেন নিজের আয়োজনে তৃতীয় গান ‘হাবিবি’।