বাগেরহাটে এনজিও কর্মীকে গণধর্ষণ, ভ্যানচালক গ্রেপ্তার
logo
ঢাকা, রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে এনজিও কর্মীকে গণধর্ষণ, ভ্যানচালক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি | দৈনিক বিবর্তন.কম
অক্টোবর ১২, ২০২০ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

এবার বাগেরহাটের ফকিরহাটে এক এনজিও কর্মীকে গণধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামুন (২৬) নামে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। এসময় মামুনের কাছ থেকে ভিডিও ধারণ করা মোবাইলটি উদ্ধার করেছে পুলিশ।

রোববার ফকিরহাটের জারিয়া মাইটকুুমড়া এলাকায় অভিযান চালিয়ে মামুনকে আটক করা হয়। এর আগে ভিকটিম এনজিও কর্মী চার জনের বিরুদ্ধে গণধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে ফকিরহাট থানায় মামলা করেন।

মামলার আসামিরা হলো- ফিরোজ (২৮), মুসা (২৬), রাজু (২৯) এবং মামুন (২৭)। এদের মধ্যে ফিরোজ রাজমিস্ত্রি ও মুসা দিনমজুরের কাজ করেন। এছাড়া রাজু ও মামুন ভ্যানচালক।

এদিকে আটক মামুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ধর্ষণ ও ভিডিও ধারণের কথা স্বীকার করেছে বলে নিশ্চিত করেন ফকিরহাট থানার ওসি আনম খায়রুল আনাম।

ওসি খায়রুল আনাম জানান, ভিকটিম এনজিও কর্মীরা ভাড়া বাসায় অন্য এক কলেজছাত্র বাসা ভাড়া নিয়ে থাকেন। গত শনিবার মামলার আসামিরা গভীর রাতে এনজিও কর্মীর ঘরে ঢুকে বøাকমেইল করার চেষ্টা করে। এসময় চার আসামি দাবি করে, ওই নারীর সঙ্গে কলেজছাত্রে অবৈধ সম্পর্ক রয়েছে। এসময় তারা ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে তার ভিডিও ধারণ করে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।