বিকেলে বসছে একাদশ সংসদের শেষ অধিবেশন
logo
ঢাকা, শুক্রবার, ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বিকেলে বসছে একাদশ সংসদের শেষ অধিবেশন

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২২, ২০২৩ ১০:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

একাদশ জাতীয় সংসদের ২৫তম এবং শেষ অধিবেশন বসছে রবিবার (২২ অক্টোবর)। চলতি সংসদের এই অধিবেশনটি শুরু হবে বিকেল ৪টায়। গত ৫ অক্টোবর সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একাদশ সংসদের ২৫তম এই অধিবেশন ২০২৩ সালের পঞ্চম অধিবেশন। 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে অধিবেশনটি আহ্বান করেন। সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে বেলা ৩টায় বসবে একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১৫তম বৈঠক। জাতীয় সংসদ ভবনের ১ নম্বর স্থায়ী কমিটি কক্ষে এ বৈঠক হবে।

এ ছাড়া সন্ধ্যা ৬টায় বসবে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের সভা। সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি আওয়ামী লীগের সংসদীয় দলের অষ্টম সভা। আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী দলীয় সংসদ সদস্যদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর শেষ হয় একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন। সংসদে সভাপতির দায়িত্ব পালনকারী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এ-সম্পর্কিত রাষ্ট্রপতির আদেশ পাঠের মধ্য দিয়ে অধিবেশনের সমাপ্তি টানেন।

গত ৩ সেপ্টেম্বর শুরু হওয়া ৯ কার্যদিবসের এই অধিবেশনে উত্থাপিত ৩৫টি বিলের মধ্যে ১৮টি পাস করা হয়। অধিবেশনটির শেষ দিনে তিনটি কমিটি পুনর্গঠন হয়। স্থায়ী কমিটি ১৭টি রিপোর্ট উপস্থাপন করে। এ ছাড়া স্থায়ী কমিটির ৩০টি কার্যক্রম রিপোর্ট উত্থাপন হয়। প্রধানমন্ত্রীর জন্য জমা পড়া ২৫টি প্রশ্নের মধ্যে তিনি ১১টির জবাব দেন। আর অন্যান্য মন্ত্রীর জন্য ৭৩৯টি প্রশ্নের মধ্যে ৫২৬টির জবাব দেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।