শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের খনন কাজের সময় ২৫০ কেজি ওজনের আরও একটি বোমা উদ্ধার করা হয়েছে। বোমাটির আকৃতি সিলিন্ডার সদৃশ।
সোমবার (১৩ ডিসেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে পাইলিংয়ের মাটি খুড়তে গিয়ে মাটির ১০ ফুট নীচ থেকে এ বোমার সন্ধান পায় শ্রমিকরা। পরে বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হলে বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বোমাটি উদ্ধার করে নিয়ে যায়।
বোমাটি রসুলপুরে বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে নিয়ে গিয়ে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান। তিনি আরও জানান, বোমাগুলো মুক্তিযুদ্ধকালীন এসব এলাকায় পড়েছিল বলে ধারণা করা করা হচ্ছে।
এর আগে গত ৯ ডিসেম্বর একই ধরণের একটি বোমা উদ্ধার করা হয়েছিল। পরে ১০ ডিসেম্বর দুপুরে টাঙ্গাইলের রসুলপুরে বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে নিয়ে বোমাটি ধ্বংস করা হয়।