মেয়ের আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ায়, অপমানে মায়ের আত্মহত্যা
logo
ঢাকা, মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মেয়ের আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ায়, অপমানে মায়ের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১১, ২০২৩ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার তালতলীতে মেয়ের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় অপমানে মা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার(১১ মার্চ) দুপুরে মেয়ে ও তার বাবা এ অভিযোগ করেন। এর আগে গত বৃহস্পতিবার বিকালে ব্যাটারির এসিড পানি পান করে মা আত্মহত্যা করেন।

মেয়ের পারিবারিক জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া এলাকার সুলতান হাওলাদারের বখাটে ছেলে আসাদুল(২৫) একই এলাকার সোবাহান মোল্লার ৮ম শ্রেনীর স্কুল পড়ুয়া মেয়ে(১৩) বিভিন্ন সময়ে উত্যক্ত করতে থাকেন। এক সময় আসাদুল ঐ মেয়ের মায়ের মোবাইল ফোন নাম্বার নিয়ে ফোন দিতে থাকে এক পর্যায় ফোনে কথা বলেন মেয়ে। পরে ভিডিও কলে কথা বলেন। ভিডিও কলে কথা বলার বিষয়ে মেয়ের মাকে বলে দেওয়ার হুমকি দিয়ে আসাদুলের সাথে নগ্ন হয়ে ভিডিও কল দেওয়ার কথা বলা হয়। পরে মেয়ে নগ্ন হয়ে আসাদুলের সাথে ভিডিও কলে কথা বলেন। সেই ভিডিও কলের কথা আসাদুল রেকর্ড করে রাখেন। গত ৮মার্চ মেয়ের মা জোসনা বেগমকে ভিডিও দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করে আসাদুল। এই টাকা এক দিনের ভেতরে না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। একদিন অতিবাহিত হয়ে গেলে টাকা না পেয়ে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ও বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেয়। বিষয়টি গত ৯ মার্চ বৃহস্পতিবার সকালে জানাজানি হলে মা জোসনা বেগম (৩৫) ব্যাটারির এসিড পানি খেয়ে আত্মহত্যর চেস্টা করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্বরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করেন। পরে ময়না তদন্ত শেষে দাফন করা হয়। এ বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃস্টি হয়েছে।

এ বিষয়ে মেয়ে বলেন, আসাদুল আমাকে প্রতিনিয়ত উত্যক্ত করতো। একটা সময় আমি তার সাথে কথা বলি। পরে আমাকে ব্লাকমেইল করে নগ্ন ভিডিও কলে কথা বলায় বাধ্য করেন। সেই ভিডিওটি রেকর্ড করে সামাজিক মাধ্যমে ভাইরাল করার হুমকি দিয়ে আমার মাকে দেখায় ও ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে ভিডিওটি ভাইরাল করে দেন। এ লজ্জায় আমার মা আত্মহত্যা করেন। আমি এর সুষ্ঠু বিচার চাই। বিচার না পেলে আমিও আত্মহত্যা করবো।

মেয়ের বাবা সোবাহান মোল্লা বলেন, আমি ঢাকায় চাকরি করি। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে আসছি। এসে আজ শনিবার বিষয়টি জানতে পেরেছি ও আপনাদের কাছে জানিয়েছি। আমরা এখন মামলা করার জন্য থানায় আসছি। ঐ ভিডিওটি আমার কাছেও আছে। আমি বিচার চাই।

এবিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, এবিষয়ে বরিশাল কোতায়ালী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।