টেলিভিশনের পাশাপাশি এবার মোবাইল ফোনেও দেখা যাবে ২০২২ সালের ফিফা বিশ্বকাপের খেলা।
কাতার বিশ্বকাপ দেখানোর টেলিভিশন স্বত্ব কিনেছে রিলায়েন্স গ্রুপ। খেলা দেখা যাবে ‘স্পোর্টস ১৮’ চ্যানেলে। তার পাশাপাশি ‘জিয়ো সিনেমা’-তেও দেখা যাবে বিশ্বকাপ। অর্থাৎ মোবাইল অ্যাপেই এবার কাতার বিশ্বকাপের খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা।
আরও পড়ুন: কাতারেই থামছে মেসির বিশ্বকাপযাত্রা
এদিকে স্পোর্টস ১৮ জানিয়েছে, জিয়ো পরিষেবা নেই এমন মোবাইলেও জিয়ো সিনেমা অ্যাপ ইনস্টল করা যাবে। সব টেলিকম পরিষেবার গ্রাহকরা জিয়ো সিনেমা অ্যাপ শিগগিরই আইওএস ও অ্যানড্রয়েড ফোনে ডাউনলোড করতে পারবেন। সব খেলাই দর্শকরা ৪কে রেজলুশনে উপভোগ করতে পারবে।
২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্বকাপ দেখার সুবিধা পাবেন তারা। উদ্বোধনী দিনে বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে নামবে স্বাগতিক কাতার মুখোমুখি হবে ইকুয়েডরের।
খেলা দেখার পাশাপাশি জিয়ো সিনেমাতে ইংরেজি, হিন্দি, তামিল, মালয়ালম ও বাংলা ভাষায় ধারাভাষ্য শুনতে পাবেন দর্শকরা।
দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।