রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নে শ্রমিক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় নারুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মুন্না আজিজ মহাজন (৪৫)। তিনি নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি নারুয়া ইউনিয়নের কোনা গ্রামের আজের মহাজনের ছেলে।
জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্না আজিজ পাশের গ্রামের তার বড় ভাইয়ের বাড়ি থেকে মোটরসাইকেলে ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে কর্তব্যরত চিকিৎসকরা মুন্না আজিজকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে আজিজ মহাজনের মৃত্যু হয় বলে জানা যায়।
দীর্ঘদিন ধরে নারুয়া ইউনিয়নে গড়াই নদীর চরে খাস জমি নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ ছিল। একটি পক্ষের নেতৃত্ব দিতেন আজিজ মহাজন। ধারণা করা হচ্ছে, এই বিরোধের জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হত্যাকাণ্ডের বিষয়ে জানতে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। তবে বালিয়াকান্দি থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।