শিল্প কারখানা খোলার আগের দিন রাত থেকে হঠাৎ যাত্রীবাহী নৌযান ও গণপরিবহন চালুর ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার রাত ৮টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের যাত্রীবাহী নৌযান ও গণপরিবহন চলতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
যাত্রীবাহী নৌযান চালুর বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক আজকের পত্রিকাকে জানান, ঢাকামুখী যাত্রীদের চাপ সামলাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গণপরিবহন চালুর বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ আজকের পত্রিকাকে বলেন, সরকারের তরফ থেকে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। গার্মেন্টস খোলার কারণে ঢাকামুখি যাত্রীদের পরিবহনের জন্য রোববার দুপুর পর্যন্ত সারা দেশে গণপরিবহন চলাচল করবে।
দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।