সেমিতে কে কার মুখোমুখি
logo
ঢাকা, রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সেমিতে কে কার মুখোমুখি

স্পোর্টস ডেস্ক
নভেম্বর ৬, ২০২২ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ আজ (রোববার) শেষ হয়েছে। চূড়ান্ত হয়ে গিয়েছে চার দলের লাইনআপ। গ্রুপ ১ থেকে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। গ্রুপ ২ থেকে সেমি-ফাইনালে উঠেছে উপমহাদেশের দুই পরাশক্তি ভারত-পাকিস্তান। 

প্রথম সেমি-ফাইনালে পাকিস্তান লড়বে গ্রুপ-১ চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের সঙ্গে। আগামী ৯ নভেম্বর সিডনিতে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

এরপর ভারত গ্রুপ-২ থেকে চ্যাম্পিয়ন হওয়ায় সেমিতে তাদের খেলা পড়বে গ্রুপ-১ এর রানার্সআপ দল ইংল্যান্ডের বিপক্ষে। দ্বিতীয় সেমিফাইনালটি ১০ নভেম্বর অ্যাডিলেড ওভালে। এই ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

দুই সেমিফাইনালে জয়ী দল ১৩ নভেম্বর মেলবোর্ন ফাইনাল খেলবে।

এক নজরে সেমিফাইনাল:

৯ নভেম্বর-নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, সিডনি
১০ নভেম্বর-ইংল্যান্ড বনাম ভারত, অ্যাডিলেড

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।