২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ডাক বিএনপির
logo
ঢাকা, রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ডাক বিএনপির

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৩ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

সরকারের পদত্যাগের দাবিতে এক দফার জনসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবে দলটি।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে নয়াপল্টনের জনসমাবেশে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ২৮ অক্টোবর মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে। এরপর সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা থেমে থাকব না।

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ জনসমাবেশ করে বিএনপি।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টনের আশপাশের এলাকা ফকিরাপুল, নাইটিঙ্গেল মোড়, বিজয়নগর, কাকরাইলের দিকেও নেতাকর্মীরা ছড়িয়ে পড়েন।

সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে ভিআইপি সড়কের যান চলাচল সীমিত হয়ে যায়। এতে আশপাশের সড়কেও তীব্র যানজট সৃষ্টি হয়। তবে বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

জনসমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় দলটির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।