শিগগিরই বাজারে আসছে আইফোন ১৬। এই ফোনের দাম কত হতে পারে তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। দাম যে বেশি হতে চলেছে, প্রত্যেকেই মোটামুটি একমত। কিন্তু কত বেশি, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।
এক সপ্তাহের মধ্যেই বাজারে আসতে চলেছে আইফোন ১৬। জোরকদমে চলছে তারই প্রস্তুতি। নতুন মডেলগুলি নিয়ে প্রচারও তুঙ্গে। আইফোন ১৬ সিরিজেও এআই বা অ্যাপল ইন্টিলিজেন্স ফিচার থাকছে। সঙ্গে থাকছে আইওএস ১৮ ভার্সন।
অ্যাপল হাব ফাঁস করে দিয়েছে আইফোন ১৬ সিরিজের দাম। তাদের দাবি, মডেলের চাহিদা যদি প্রত্যাশার চেয়ে বেশি হয়, তাহলে দাম আরও বাড়তে পারে। কত দাম হতে পারে?
অ্যাপল হাবের মতে, আইফোন ১৬-এর দাম হতে চলেছে ৭৯৯ ডলার। আইফোন ১৬ প্লাসের দাম হবে ৮৯৯ ডলার। আইফোন ১৬ প্রো-এর দাম ১,০৯৯ ডলার হতে চলেছে। এবং আইফোন ১৬ প্রো ম্যাক্সের দাম ১,১৯৯ ডলার হতে পারে।
দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।