ঠাকুরগাঁওয়ে নরেন্দ্র মোদীকে নিয়ে মানহানিকর ভিডিও ফেসবুকে আপলোড করায় তরুণ আটক
logo
ঢাকা, শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে নরেন্দ্র মোদীকে নিয়ে মানহানিকর ভিডিও ফেসবুকে আপলোড করায় তরুণ আটক

Link Copied!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর ভিডিও আপলোড করায় ঠাকুরগাঁওয়ে ১৭ বছরের এক তরুণকে আটক করেছে সদর থানা পুলিশ।
শনিবার (২০ মার্চ) দুপুরে শহরের মন্দিরপাড়ার একটি ছাত্রাবাস থেকে তরুণটিকে আটক করা হয়।
আটককৃত তরুণটি হলেন-বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ধনীবস্তি গ্রামের খলিলুর রহমানের ছেলে হুমায়ুন কবির (১৭)।
সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র বাংলাদেশে আগমন বানচাল করার লক্ষ্যে ও সাম্প্রদায়িক অস্থিরতা এবং বিশৃঙ্খলা ঘটানোর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর ভিডিও আপলোড করার অপরাধে হুমায়ুন কবির নামে এক তরুণকে আটক করা হয়। এ সময় তার থেকে একটি মোবাইল ডিভাইস উদ্ধার করা হয় ।
আটককৃত তরুণের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা পক্রিয়াধীন আছে বলেও জানান, ওসি তানভিরুল ইসলাম।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।