শেষ প্রস্তুতি ম্যাচেও নেই মাহমুদউল্লাহ, বোলিংয়ে বাংলাদেশ
logo
ঢাকা, শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেষ প্রস্তুতি ম্যাচেও নেই মাহমুদউল্লাহ, বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
অক্টোবর ১৪, ২০২১ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

প্রথম প্রস্তুতি ম্যাচে দারুণ লড়েও বাংলাদেশ হেরেছিল শ্রীলঙ্কার কাছে। সেই হারের একদিন পরই আবার মাঠে নামছে বাংলাদেশ। আজ প্রতিপক্ষ আয়ারল্যান্ড। আবুধাবিতে একটু পরেই মাঠে নামছে দল।

নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আজ আইরিশদের বিপক্ষে প্রথমে বোলিং করবে বাংলাদেশ। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শুরুতে আধিপত্য বিস্তার করেও ৪ উইকেটে হারে দল। এর আগে ওমান এ দলের বিপক্ষে অবশ্য প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছিল লিটন দাসের দল।

লিটন দাসের কাঁধে আজও পড়েছে নেতৃত্বের দায়িত্ব। কারণ চোট কাটিয়ে আজও ফিরতে পারেননি নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

আগের ম্যাচে দলের একাদশে না থাকা রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান সুযোগ পেয়েছেন আজ। যদিও বিশ্বকাপ স্কোয়াডে রুবেল আছেন স্ট্যান্ডবাই হয়েই।

এই ম্যাচগুলো আইসিসি টিভি প্রোডাকশনের আওতায় আনেনি। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের মতো আজও খেলাটি দেখা যাবে না টিভি পর্দায়।

একনজরে বাংলাদেশ দলের একাদশ
বাংলাদেশ : লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।