ব্রাহ্মণবাড়িয়ায় খাঁটিহাতা হাইওয়ে থানায় অগ্নিসংযোগ, ওসিসহ আহত ৫
logo
ঢাকা, শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় খাঁটিহাতা হাইওয়ে থানায় অগ্নিসংযোগ, ওসিসহ আহত ৫

জেলা প্রতিনিধি | দৈনিক বিবর্তন
মার্চ ২৮, ২০২১ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

হেফাজতে ইসলামের ডাকা হরতালে ব্রাহ্মণবাড়িয়া সদরের খাঁটিহাতা থানায় অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধরা। রোববার (২৮ মার্চ) দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে থানাটিতে এই ঘটনা ঘটে।

এসময় থানার বাইরে থাকা একটি পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে হেফাজতের নেতাকর্মীরা বিক্ষোভ করছিলেন। একপর্যায়ে তারা অতর্কিত হামলা করেন হাইওয়ে থানায়। এসময় থানার সামনে থাকা একটি গাড়িতে ও থানায় তারা অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় আমিসহ পাঁচজন আহত হয়েছি।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।