লকডাউনের শেষ দিনেও ঢিলেঢালাভাবে চলছে সাপ্তাহিক বাজার গুলো
logo
ঢাকা, মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

লকডাউনের শেষ দিনেও ঢিলেঢালাভাবে চলছে সাপ্তাহিক বাজার গুলো

বরগুনা প্রতিনিধি
এপ্রিল ১১, ২০২১ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

আজ ১১ই এপ্রিল লকডাউনের ঘোষণার শেষদিন।সরকারের দেয়া নির্দেশনা ব্যবসায়ীরা কোনমতেই মানছেন না। উৎসবের মত মানুষের সমাগম হচ্ছে দোকানগুলোতে।

মহামারী করোনার সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব নিশ্চিতে নির্দেশনা দেয় সরকার। তবুও অনেক স্থানে নির্দেশনা মানছেন না সাধারণ মানুষ।

মানা হয়না কোন স্বাস্থ্যবিধি। উৎসবের মত করে বেচাকেনা হচ্ছে। পুরো উপজেলা জুড়ে লকডাউন ভাঙ্গার প্রতিযোগিতা। সামাজিক দূরত্ব মানার বালাই নাই এখানে। প্রধান সড়কে হাজারো মানুষের সমাগম।

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসার, মোঃ কাওছার হোসেন, বলেন লকডাউনের নির্দেশ মানার জন্য আমরা সবধরনের চেষ্টা অব্যাহত রেখেছি। আমরা যেদিক দিয়ে যাই সেদিকে সাস্থ্যবিধি মানে, সেখান থেকে চলেগেলেই তারা স্বথ্যবিধি ভঙ্গকরে ।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।