তালতলীতে একটি ক্লিনিক সিলগালা, ২ ক্লিনিকে জরিমানা
logo
ঢাকা, শুক্রবার, ১৫ই মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

তালতলীতে একটি ক্লিনিক সিলগালা, ২ ক্লিনিকে জরিমানা

মাহমুদুল হাসান, বরগুনা প্রতিনিধি
এপ্রিল ১১, ২০২২ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার তালতলীতে লাইসেন্স না থাকায় ও দায়িত্বরত ডাক্তার না থাকায় একটি ক্লিনিককে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নানা অনিয়মের অভিযোগে আরও দুইটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ফার্মেসিসহ মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার(১১এপ্রিল) দুপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওসার হোসেন শহরের বিভিন্ন এলাকায় অবস্থিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে অভিযান চালান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলা সদরে বেসরকারী ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের লাইসেন্স ও দায়িত্বরত ডাক্তার না থাকাসহ দীর্ঘদিন ধরে নানা অনিয়মের অভিযোগে সিলগালা করা হয়। এসময় ঐ হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। নিউ পপুলার ডায়গণষ্টিক সেন্টারে মুল্য তালিকা ও সকল পরিক্ষায় ফার্মাসিষ্টের একার স্বাক্ষর থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তালতলী ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স না থাকায় ৫ হাজার ও বিসমিল্লা ড্রাগ হাউসে বিভিন্ন কোম্পানির স্যাম্পল ঔষধ ও ড্রাগ রেজিস্ট্রেশন মেয়াদ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসব অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়মের নিউজ প্রকাশ হয়। বিষয়টি প্রশাসনের নজরে আসলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

তালতলীতে একটি ক্লিনিক সিলগালা

এদিকে একই দিনে মহসীন রেজা নামের এক ব্যক্তি মা ও শিশু রোগের বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত এমন একটি সাইবোর্ড টানিয়ে দীর্ঘদিন ধরে রোগিদের সাথে প্রতরণা করে আসছে। এমন অভিযোগে ঐ মহসীন রেজা চেম্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা হয়। এই রোগের সংশ্লিষ্ট কোনো সার্টিফিকেট দেখাতে পারেননি তিনি। পরে ভূয়া কাগজপত্র দেখালে সেগুলো জব্দ করে তাকে ৩০ হাজার টাকা জরিমান করা হয় ও তার চেম্বরটি সিলগালা করে দেওয়া হয়। ওই ভ্রাম্যমাণ আদালতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী,সরকারী হাসপাতালে ডাক্তার,পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কাওসার হোসেন বলেন, অনুমোদনহীন ও অবৈধ উপায়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছিল। এছাড়াও বৈধতা না থাকায় ক্লিনিক গুলোর মালিককে অর্থদণ্ড দেওয়া ও একটি ক্লিনিক সিলগালা করা হয়েছে। এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।