রাবিতে চলছে বৈশাখ উদযাপনের শেষ সময়ের প্রস্তুতি: থাকছে না মঙ্গল শোভাযাত্রা
logo
ঢাকা, শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাবিতে চলছে বৈশাখ উদযাপনের শেষ সময়ের প্রস্তুতি: থাকছে না মঙ্গল শোভাযাত্রা

রাবি প্রতিনিধি
এপ্রিল ১৩, ২০২২ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

রাত পোহালেই বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ উপলক্ষে রাজশাহীর সর্ববৃহৎ আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) চারুকলা অনুষদ। তাই দিনটিকে বরণ করে নিতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে রাবি শিক্ষার্থীরা।

গত দুবছর করোনা মহামারী কারণে ছোট্ট পরিসরে আয়েজন করা হলেও এবার পরিস্থিতি স্বাভাবিক। অন্যান্য বছরের মতো বিশ্ববিদ্যালয়ে এবারও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হবে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ উদযাপনের মূল আকর্ষণ বিশ্ববিদ্যালয়ের চারুকলা। প্রতিবছরের মতো এবারও চারুকলা অনুষদের উদ্যোগে অনুষদ প্রাঙ্গনে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। তবে এবার পবিত্র রমজান মাসের মর্যাদা ও ধর্মীয় নিয়ম-কানুন প্রতিপালনের উদ্দেশ্যে মঙ্গল শোভাযাত্রা হবে না৷

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাসের ধর্মীয় নিয়ম-কানুন পালনের স্বার্থে বিকেল ৫টার মধ্যে বাংলা নববর্ষের যাবতীয় অনুষ্ঠান সম্পন্ন করাসহ বহিরাগতদের বিকেল ৫টার মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

রাবিতে চলছে বৈশাখ

চারুকলা অনুষদে সরেজমিনে গিয়ে দেখা যায়, অনুষদের দেয়ালগুলো তুলির আঁচড়ে নানা রঙে রাঙিয়ে তুলছেন শিক্ষার্থীরা। নতুন বর্ষকে বরণ করে নিতে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন শিক্ষার্থীরা।

চারুকলা অনুষদের শিক্ষার্থী মনু মোহন বাপ্পা বলেন, ‘পহেলা বৈশাখ দুটি পর্বে আমরা ভাগ করেছি। এবার চারুকলা অনুষদের ভবনগুলো ক্যানভাস চিন্তা করে আমরা ছবি এঁকেছি, আলপনা করেছি। সম্রাট আকবর যে হালখাতার আয়োজন করেছিল সে হালখাতাকে আমরা প্রাধান্য দিয়ে একটা খাতা রেখেছি সেটি সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসিদ্বয় এসে উদ্বোধন করবেন।’

জানতে চাইলে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, পহেলা বৈশাখ দু’টি পর্বে আমরা ভাগ করেছি। প্রথমদিন থাকছে বৈশাখের প্রাচীন ঐতিহ্য হালখাতা। সেটাকে আমরা ব্যতিক্রমভাবে উপস্থাপন করছি। হালখাতা মূলত একাডেমিক কার্যক্রমের হালনাগাদ হবে। বর্তমানে যে সেশনজট সমস্যা আছে সেটা দূর করে আমরা হালনাগাদ হতে চাই। প্রতিবছরের পাঠ্যবই প্রতিবছর শেষ করব, সময়মত পরীক্ষা নিব এবং ফলাফল প্রকাশ করব। এটাই হল আমাদের হালখাতার কনসেপ্ট। আমাদের হালখাতা সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উদ্বোধন করবেন। তখন খাতাটা মুক্ত হয়ে যাবে। সেসময় যারা অনুষ্ঠান উপভোগ করতে আসবেন তারা তাদের মতামত খাতায় ব্যক্ত করতে পারবেন। এছাড়া দ্বিতীয় পর্বে বৈশাখের শেষ দিন ১৪ মে আমরা মঙ্গল শোভাযাত্রা বের করব। সেই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।