ঝিনাইদহ জেলা যুবলীগ কতৃক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ
logo
ঢাকা, রবিবার, ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহ জেলা যুবলীগ কতৃক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

আব্বাস আলী, ঝিনাইদহ
আগস্ট ১, ২০২১ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ জেলা যুবলীগ আগস্ট মাস উপলক্ষে ছিন্নামুল অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করছে। সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা যুবলীগের সহায়তায় রান্না করা খাবারের প্যাকেট অভাবী মানুষের হাতে তুলে দিয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় যুব লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল এবং ঝিনাইদহ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আল সোহাগ।

এদিকে, জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, হাফিজুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদুজ্জামান রাসেল, রাজু আহমেদ, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজা, পৌর যুবলীগের আহ্বায়ক জাহিম রাগ। উপস্থিত ছিলেন জেলা যুবলীগের নেতৃবৃন্দ এবং পৌর যুবলীগের নেতৃবৃন্দ।

পরে যুবলীগের নেতারা শত শত মানুষের মাঝে খাবার বিতরণ করেন। এর অংশ হিসেবে ১ আগস্ট থেকে এক মাসের জন্য রান্না করা খাবার বিতরণ চলবে বলে জানিয়েছেন যুবলীগের আহ্বায়ক।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।