চট্টগ্রামে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর হত্যা, ৮ জনের ফঁসি
logo
ঢাকা, মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর হত্যা, ৮ জনের ফঁসি

জেলা প্রতিনিধি | দৈনিক বিবর্তন
ডিসেম্বর ১৪, ২০২০ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে ফাতেমা আক্তার মীম নামে ৯ বছর বয়সি মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা মামলায় আটজনকে ফাঁসি দিয়েছেন আদালত। সোমবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন আদালত ৪-এর বিচারক জামিল হায়দার এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে সাত আসামি উপস্থিত ছিল। দুই বছর আগে ওই নৃশংস হত্যাকাণ্ড হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো- মইনুল ইসলাম, মো. বেলাল হোসেন, রবিউল ইসলাম, হাসিবুল ইসলাম হাসিব, আকমান মিয়া, মো. সুজন, মো. মেহরাজ টুটুল, শাহদাত হোসেন সৈকত। এতে মধ্যে শাহদাত হোসেন সৈকত পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ জানুয়ারি চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকা থেকে ৯ বছর বয়সী মাদ্রাসাছাত্রী মীমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর দিন ২২ জানুয়ারি রাতে নিহত মীমের মা রাবেয়া বেগম বাদী হয়ে আকবর শাহ থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে একটি মামলা করেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।