দিনাজপুর পৌর মেয়রের কারাদণ্ড, আত্মসমর্পণের নির্দেশ
logo
ঢাকা, বুধবার, ২৪শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর পৌর মেয়রের কারাদণ্ড, আত্মসমর্পণের নির্দেশ

অনলাইন ডেস্ক
অক্টোবর ১২, ২০২৩ ১১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

সর্বোচ্চ আদালতের একজন বিচারপতিকে নিয়ে বিরূপ মন্তব্যের দায়ে দিনাজপুর পৌরসভার মেয়র ও বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলমকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। সাত দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। এক সপ্তাহের মধ্যে তাকে দিনাজপুরের আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। অন্যথায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।

আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে ইউটিউবে জাহাঙ্গীর আলমের বক্তব্যের সূত্রে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে একটি আবেদনটি করা হয় ১৭ আগস্ট। আদালত অবমাননার আবেদন করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির চার আইনজীবী।

এ মন্তব্যের অভিযোগে তার প্রতি আদালত অবমাননার নোটিশ ইস্যু করে তাকে তলব করেছিলেন দেশের সর্বোচ্চ আদালত।

 

জাহাঙ্গীর আলম

জাহাঙ্গীর আলম

আদালত অবমাননার জন্য কেন তাকে শাস্তি দেওয়া হবে না, সে বিষয়ে কারণ দর্শাতে বলেন আপিল বিভাগ। এ মন্তব্যের ঘটনায় ২৪ আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চে হাজির হয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন।

পরে সাংবাদিকদের জাহাঙ্গীর আলম বলেন, আপিল বিভাগের একজন বিচারককে নিয়ে ওই মন্তব্যের জন্য তিনি ‘অনুতপ্ত’।

তবে আপিল বিভাগ আজ বলেছেন, তিনি যে ক্ষমা চেয়েছেন তা গ্রহণযোগ্য নয়।

বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার রায় প্রসঙ্গে ৩ আগস্ট দিনাজপুর বিএনপি কার্যালয়ে দলের নেতাকর্মীদের প্রতিবাদ সভায় মন্তব্যটি করেছিলেন মেয়র জাহাঙ্গীর আলম।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।