দোকান খোলার অপেক্ষায় নিউমার্কেটের ব্যবসায়ীরা
logo
ঢাকা, শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দোকান খোলার অপেক্ষায় নিউমার্কেটের ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এপ্রিল ২০, ২০২২ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

দুই দিনের সংঘর্ষের পর থমকে যাওয়া ঈদের বাজারে দোকানপাট খুলে বেচা বিক্রি শুরু করতে অপেক্ষার প্রহর গুনছে নিউমার্কেটের ব্যবসায়ীরা। এদিকে দোকান খুলতে না পারায় ক্ষতির আশঙ্কা বাড়ছে বলে দাবি করছেন তারা।

আজ বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, নিউমার্কেটের ভেতরে দোকানগুলোর সামনে ব্যবসায়ী এবং কর্মচারীরা বসে দোকান খোলার অপেক্ষা করছেন। তারা বলছেন, সকাল থেকেই তারা অপেক্ষা করছেন কিন্তু ব্যবসায়ী সমিতি বা প্রশাসনের কোন নির্দেশনা না পাওয়ায় দোকান খুলছেন না।

নিউমার্কেটের দোয়েল কসমেটিকসের স্বত্বাধিকারী শাহজাহান মিঞা আজকের পত্রিকাকে জানান, সকাল থেকেই আমরা দোকান খোলার অপেক্ষা করছি ৷ কিন্তু এখনো কোনো নির্দেশনা পাইনি।

শাহজাহান বলেন, সামনে ঈদ। বছরের এ সময়টাতেই আমাদের বেচা বিক্রি ভালো হয়। এ সময় দোকান বন্ধ থাকায় আমাদের অনেক বড় ক্ষতি হচ্ছে। ব্যবসায়ী সমিতি এবং প্রশাসনের প্রতি সব সমস্যার সমাধান করে দ্রুত দোকান খুলে দেওয়ার ব্যবস্থা নিতে অনুরোধ জানান তিনি।

আজিজ ক্লথ ও বেবি শপের কর্মচারী সাইফুল ইসলাম বলেন, ‘আমরা সকাল থেকে মার্কেটে এসে দোকান খোলার অপেক্ষা করছি। দোকান খুললে আমরা বেতন পাব, নইলে সারা দিন বেকার।’ তিনি অভিযোগ করে বলেন, ‘আমাদের কথা কেউ চিন্তা করছে না।’

এদিকে নিউমার্কেটের বন্ধ গেটের সামনে এসে অনেক ক্রেতাকে অপেক্ষা করতে দেখা গেছে। তারা কেনাকাটা করতে এসেছেন বলে জানা গেছে। হাজারীবাগ থেকে আসা মকবুল হোসেন বললেন, ‘গতকাল শুনেছিলাম ঝামেলা হয়েছে। আজ কিছু কেনাকাটা করতে এসে দেখি মার্কেট বন্ধ।’

মার্কেট খোলা সম্পর্কে নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম সাহিন আজকের পত্রিকাকে বলেন, দোকান খুলে দিতে আমরা চেষ্টা করছি। প্রশাসনসহ সব মহলে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিব। বিকেলে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত বলা হবে বলে জানান তিনি।

এর আগে গত সোমবার এবং মঙ্গলবার ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মার্কেট বন্ধ আছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।