সাত কলেজের শিক্ষার্থীদের ডাকা আন্দোলন নিয়ে সতর্ক পুলিশ
logo
ঢাকা, শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাত কলেজের শিক্ষার্থীদের ডাকা আন্দোলন নিয়ে সতর্ক পুলিশ

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২০, ২০২২ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের ডাকা আন্দোলনের ঘোষণা নিয়ে পুলিশ সতর্ক রয়েছে

গত দুই দিন ধরে চলা সংঘর্ষের পর বুধবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হলেও নিউমার্কেট এলাকায় বিরাজ করছে থমথমে অবস্থা।

সরেজমিনে দেখা যায়, বেলা সাড়ে ১০ টার দিকে নূরজাহান মার্কেট এবং চন্দ্রিমা মার্কেটের ব্যবসায়ীরা ঢাকা কলেজের মূল ফটকের সামনের সড়কে অবস্থান নিয়ে আছেন। তবে ঢাকা কলেজের মূল ফটক বন্ধ দেখা যায়।

অন্যদিকে নিউমার্কেট, গাউছিয়া মার্কেটসহ আশপাশের বিপণিবিতানের ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে যার যার মার্কেটের সামনে অবস্থান নিয়ে আছেন।

একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, মার্কেট খোলার সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। সিদ্ধান্ত এলে দোকান খোলা হবে।

এদিকে, ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হল বন্ধের ঘোষণা দিলেও শিক্ষার্থীরা ওই দিনই সেই ঘোষণা প্রত্যাখ্যান করে। বুধবার ঢাকা কলেজের শিক্ষার্থীদের সকাল থেকে কলেজ ক্যাম্পাসে অবস্থান নিতে দেখা গেছে। কলেজের ভেতরের পরিবেশ থমথমে। প্রশাসনিক কার্যালয়ের সামনে কিছু কর্মচারী অবস্থান করছেন।

ঢাকা কলেজের একজন শিক্ষার্থী জানান, অনেকেই হলে অবস্থান করছে। আজকে হয়তো কিছু একটা সিদ্ধান্ত হবে।

এদিকে সাত কলেজের শিক্ষার্থীদের ডাকা আন্দোলনের বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, সাত কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে নামতে পারে বলে ধারণা করছি। সে জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি আছে।

তিনি বলেন, বিভিন্ন কলেজ থেকে যদি ছাত্ররা রাস্তায় নেমে যায়, তখন তো আর নিয়ন্ত্রণ থাকে না। একটা কর্নার থেকে সে রকম চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ছাত্রদের রাস্তায় নামানোর।

মঙ্গলবারের পরিস্থিতি সামাল দিতে না পারলেও এ ঘটনায় পুলিশ ব্যর্থ হয়েছে বলে মানতে রাজি নন তিনি। এখনো পরিস্থিতি কেন নিয়ন্ত্রণে আসছে না জানতে চাইলে তিনি বলেন, গুলি করে তো আর মানুষ মারতে পারব না। আমরা আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি। এটা যাতে আর না বাড়ে, তাদের যারা নিয়ন্ত্রণ করে শিক্ষক, ছাত্র নেতারা, ব্যবসায়ীদের, সবাইকে লাগানো হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ব্যর্থতা রয়েছে কি না জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ব্যর্থতার কী আছে? সবাই মিলে চেষ্টা করা হচ্ছে। শিক্ষকেরা চেষ্টা করছেন, ছাত্র নেতারা চেষ্টা করছেন, ব্যবসায়ী নেতারা চেষ্টা করছেন। তারা কথা শুনছেন না। উচ্ছৃঙ্খল কেউ যদি কথা না শোনে, এখন সমঝোতা ছাড়া তো কোনো রাস্তা নেই। শক্তি প্রয়োগ করে সংঘাতে লিপ্ত হয়ে কোন সমাধান হবে না।

সোমবার রাতে ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থী নিউ মার্কেট এলাকায় দোকানকর্মীদের হাতে মারধরের শিকার হয়। এর জেরে ওই রাতের পর মঙ্গলবারও দিনভর সংঘর্ষ চলে। এ ঘটনায় শতাধিক শিক্ষার্থীদের আহত হয়েছেন। নিহত হয়েছে নাহিদ হাসান নামে এক পথচারী।

কলেজ শিক্ষার্থী ও দোকানকর্মীদের সংঘর্ষের প্রভাবে নীলক্ষেত থেকে সায়েন্স ল্যাব সড়ক মঙ্গলবার সারা দিন বন্ধ ছিল। এতে তীব্র যানজট হয় রাজধানীর অন্য সড়কে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।