পাকিস্তানের সংসদে ‘আমেরিকা নিপাত যাক’ স্লোগান
logo
ঢাকা, শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানের সংসদে ‘আমেরিকা নিপাত যাক’ স্লোগান

আন্তর্জাতিক ডেস্ক
এপ্রিল ৪, ২০২২ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানের জাতীয় সংসদের ইতিহাসে এই প্রথমবারের মতো দেশটির সংসদ সদস্যরা আমেরিকার ধ্বংস কামনা করে স্লোগান দিয়েছেন।

রবিবার (৩ এপ্রিল) পাকিস্তানের সংসদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটির আগ মুহূর্তে সংসদ সদস্যরা ওই স্লোগান দেন। পাকিস্তান সবসময় আমেরিকার মিত্র দেশ হিসেবে পরিচিত।

অবশ্য পরে পাক সংসদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তুলে ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব বাতিল করে দেন। তিনি বলেন, বিদেশি মদদপুষ্ট এই অনাস্থা প্রস্তাব সংবিধানের পঞ্চম অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।

পাকিস্তান সংবিধানের পঞ্চম অনুচ্ছেদে বলা হয়েছে, প্রতিটি নাগরিকের দেশের প্রতি আনুগত্য প্রদর্শন করা মৌলিক দায়িত্ব।

কাসিম খান বলেন, এই অনাস্থা প্রস্তাব গত ৮ মার্চ তোলা হয়েছে, যা আইন ও সংবিধান অনুযায়ী হতে হবে। কোনো বিদেশি শক্তিকে ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত সরকার উৎখাতের সুযোগ দেওয়া হবে না।

সূত্র : পার্সটুডে

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।