খুলনায় পুলিশি বাধায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি পণ্ড
logo
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় পুলিশি বাধায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি পণ্ড

নিজস্ব প্রতিবেদক
জুন ৯, ২০২২ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় পুলিশের বাধায় বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পণ্ড হয়ে গেছে। বৃহস্পতিবার (৯ জুন) বেলা ১১টায় মহানগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে খুলনা মহানগর বিএনপি। তার আগেই পুলিশ দলীয় কার্যালয় এলাকায় অবস্থান নেয়। বিএনপি নেতাকর্মীরা সমাবেশ করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। একইসঙ্গে পুলিশের বিরুদ্ধে প্যানা ছেড়া, স্টেজ ভাঙচুর ও চেয়ায় তুলে নেওয়ার অভিযোগ করেছেন বিএনপির নেতৃবৃন্দ।

বিএনপি নেতাদের অভিযোগ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের জন্য প্রস্তুতি নিতে থাকে। কর্মসূচি সফল করার জন্য নগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে মিছিলসহকারে নেতৃবৃন্দ আসতে থাকে।

সকাল পৌনে ১১টার দিকে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুনের নেতৃত্বে কিছু পুলিশ এসে সমাবেশ করা যাবে না বলে নেতকর্মীদের জানান। এ সময় বিক্ষোভ সমাবেশের প্যানা ছিড়ে ফেলে পুলিশ। এরপর সমাবেশস্থলে নির্মিত স্টেজ ভাঙচুর করে। নেতাকর্মীদের বসার চেয়ারগুলোও তারা নিয়ে যায়। এক পর্যায়ে বিএনপি নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে চলে যায়। কর্মসূচি পালন করতে না পেরে বিএনপি নেতারা দুপুর পৌনে ১২টার দিকে দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন।

dhakapost

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা বলেন, গ্যাসসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, দ্রব্যমূল্য কমানোর দাবিতে এবং দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি প্রদানের প্রতিবাদে আমার কর্মসুচি পালন করতে চেয়েছিলাম। এটি কেন্দ্র ঘোষিত কর্মসূচি। ইতোমধ্যে পুলিশ প্রশাসনের কাছ থেকে লিখিত আবেদনের মাধ্যমে অনুমতি নিয়েছি।

বুধবার আমার দলীয় কার্যালয়ে প্রস্ততি সভাও করি। সকাল থেকে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়। কোনো পর্যায়েই পুলিশ প্রশাসন আমাদেরকে বাধা দেয়নি কিংবা কর্মসুচি পালন করা যাবে না বলেনি। যখন দলীয় নেতাকর্মীরা আসতে শুরু করেছে সে সময় হঠাৎ করেই পুলিশ এসে রীতিমতো ত্রাস সৃষ্টির মাধ্যমে কর্মসূচি পণ্ড করেছে।

সরকারের সময় শেষ হয়ে এসেছে উল্লেখ করে মনা আরও বলেন, পতনের পূর্বমুহূর্তে তারা অসহিষ্ণু হয়ে উঠেছে। দ্রব্যমূল্য এতটাই বেড়েছে যে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। সরকারের লুটপাট এমন পর্যায়ে পৌঁছেছে যে ব্যাংক দেউলিয়া। বিদেশ থেকে পণ্য কেনার মতো পর্যাপ্ত ডলার এখন তহবিলে নেই। শ্রীলংকার মতো পরিণতি হতে চলেছে বাংলাদেশের। মানুষ আর এই সরকারের সাথে নেই। ইনশাল্লাহ দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ফ্যাসিবাদের বিরুদ্ধে চূড়ান্ত সংগ্রামে আমাদের বিজয় অর্জন হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারামুক্ত হবেন এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে।

মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, আমাদের পূর্ব অনুমোদিত কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। আমরা সংঘাত এড়াতে চেয়েছি। এই সরকার পুলিশ দিয়ে টিকে থাকতে চায়। ভবিষ্যতে আমরা আর পুলিশের অনুমিতর অপেক্ষায় থাকব না। রাজপথে মোকাবেলা করব।

কর্মসূচিতে কাজী মো. রাশেদ, স ম আব্দুর রহমান, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, শেখ জাহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান মনি, ওয়াহিদুর রহমান দীপু, বেগ তানভিরুল আযম, শাহিনুল ইসলাম পাখী, রোবায়েত হোসেন বাবু, মুর্শিদ কামাল, কে এম হুমায়ুন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, সাজ্জাদ হোসেন তোতন, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, কাজী মিজানুর রহমান, এহতেশামুল হক শাওন, নাজির উদ্দিন আহমেদ নান্নু, শেখ ইমাম হোসেন, হাবিব বিশ্বাস, হাসান উল্লাহ বুলবুল, শেখ জামালউদ্দিন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, আফসারউদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, আনসার আলী, নাসির খান, আব্দুস সালাম, আলমগীর হোসেন, কাজী শাহনেওয়াজ নীরু, তারিকুল ইসলাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মো. জাহিদ হোসেন, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আক্কাজ আলী, ফারুক হোসেন, আজিজা খানম এলিজা, মাসুদ খান বাদল, জাসাসের মহানগর আহ্বায়ক ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানিজ ফাতেমা আমিন, যুবদলের আব্দুল আজিজ সুমন, মুক্তিযুদ্ধ প্রজন্মের সজীব তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে পুলিশের ন্যাক্কারজনক ভূমিকার নিন্দা জানিয়ে হেলাতলার মোড় থেকে তাৎক্ষণিক একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি স্টেশন রোডের মোড়, হেরাজ মার্কেট, সোহরাওয়ার্দী মার্কেট, নিক্সন মার্কেট ক্লে রোড এলাকা ঘুরে ডাকবাংলো মোড়ে শেষ হয়। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী ও হাসানুর রশিদ মিরাজ, সদস্য খন্দকার হাসিনুল ইসলাম নিক, ছাত্রদলের ইসতিয়াক আহমেদ ইস্তি ও তাজিম বিশ্বাস, যুবদলের আব্দুল আজিজ সুমন, মাহমুদ হাসান বিপ্লবের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।