এক নজরে বরগুনা জেলা
logo
ঢাকা, বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এক নজরে বরগুনা জেলা

অনলাইন ডেস্ক
এপ্রিল ১৮, ২০২২ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

বরগুনা দক্ষিণাঞ্চলের জেলা ।  এর দক্ষিণে পটুয়াখালী ও বঙ্গোপসাগর, উত্তরে ঝালকাঠি, বরিশাল, পিরোজপুর ও পটুয়াখালী; পূর্বে পটুয়াখালী এবং পশ্চিমে পিরোজপুর ও বাগেরহাট।

জেলা সদরে বরগুনা শহর। একটি পৌরসভা। ৯ ওয়ার্ড ও ১৮ মহল্লা।

প্রশাসনিক এলাকাসমূহ

বরগুনা জেলা ৬টি উপজেলা, ৬টি থানা, ৪টি পৌরসভা, ৪২টি ইউনিয়ন ও ২টি সংসদীয় আসন নিয়ে গঠিত।

উপজেলাসমূহ

বরগুনা জেলায় মোট ৬টি উপজেলা রয়েছে। উপজেলাগুলো হল:

ক্রম নং উপজেলা আয়তন
(বর্গ কিলোমিটারে)
প্রশাসনিক থানা আওতাধীন এলাকাসমূহ
০১ আমতলী ৩৮৬.৯৩ আমতলী পৌরসভা (১টি): আমতলী
ইউনিয়ন (৭টি): গুলিশাখালী, কুকুয়া, আঠারগাছিয়া, হলদিয়া, চাওড়া, আমতলী এবং আড়পাঙ্গাশিয়া
০২ তালতলী ৩৩৩.৮৩ তালতলী ইউনিয়ন (৭টি): পঁচা কোড়ালিয়া, ছোট বগি, কড়ইবাড়িয়া, শারিকখালী, বড় বগি, নিশানবাড়িয়া এবং সোনাকাটা
০৩ পাথরঘাটা ৩৮৭.৩৬ পাথরঘাটা পৌরসভা (১টি): পাথরঘাটা
ইউনিয়ন (৭টি): রায়হানপুর, নাচনাপাড়া, চর দুয়ানী, পাথরঘাটা, কালমেঘা, কাকচিড়া এবং কাঁঠালতলী
০৪ বরগুনা সদর ৪৫৪.৩৯ বরগুনা সদর পৌরসভা (১টি): বরগুনা
ইউনিয়ন (১০টি): বদরখালী, গৌরিচন্না, ফুলঝুড়ি, কেওড়াবুনিয়া, আয়লা পাতাকাটা, বুড়িরচর, ঢলুয়া, বরগুনা, এম বালিয়াতলী এবং নলটোনা
০৫ বামনা ১০১.০৫ বামনা ইউনিয়ন (৪টি): বুকাবুনিয়া, বামনা, রামনা এবং ডৌয়াতলা
০৬ বেতাগী ১৬৭.৭৫ বেতাগী পৌরসভা (১টি): বেতাগী
ইউনিয়ন (৭টি): বিবিচিনি, বেতাগী, হোসনাবাদ, মোকামিয়া, বুড়া মজুমদার, কাজিরাবাদ এবং সরিষামুড়ি

 

ইতিহাস

১৯৬৯ সালে বরগুনা পটুয়াখালী জেলার অধীনে একটি মহকুমা হয় । ১৫ ফাল্গুন ১৩৮৯ বঙ্গাব্দে  ( ১৯৮৪ সাল ) দেশের প্রায় সকল মহকুমাকে জেলায় উন্নীত করা হলে বরগুনা জেলায় পরিণত হয়।

বরগুনা নামের ইতিহাসের সুনির্দিষ্ট কোন তথ্য না পাওয়া গেলেও জানা যায় যে, উত্তরাঞ্চলের কাঠ ব্যবসায়ীরা এতদ্ঞ্চলে কাঠ নিতে এসে খরস্রোতা খাকদোন নদী অতিক্রম করতে গিয়ে অনুকূল প্রবাহ বা বড় গোনের জন্য এখানে অপেক্ষা করত বলে এ স্থানের নাম বড় গোনা। কারো মতে আবার স্রোতের বিপরীতে গুন(দড়ি) টেনে নৌকা অতিক্রম করতে হতো বলে এ স্থানের নাম বরগুনা । কেউ কেউ বলেন , বরগুনা নামক কোন প্রতাপশালী রাখাইন অধিবাসীর নামানুসারে বরগুনা । আবার কারো মতে বরগুনা নামক কোন এক বাওয়ালীর নামানুসারে এ স্থানের নামকরণ করা হয় বরগুনা ।

শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বরগুনা জেলার সাক্ষরতার হার ৫৭.৬%।

বরগুনা শহরটি বহু শিক্ষাপ্রতিষ্ঠানের একটি আবাসস্থল। বরগুনা জিলা স্কুল শহরটির প্রাচীনতম স্কুল যা ১৯২৭ সালে জনাব রমজান আলী আকন কর্তৃক বরগুনা মধ্য ইংরেজি বিদ্যালয় ( এম.ই. স্কুল ) হিসাবে প্রতিষ্ঠিত হয়।

উল্লেখযোগ্য স্কুল ও কলেজগুলির মধ্যে রয়েছে বরগুনা সরকারী কলেজ, বরগুনা সরকারী মহিলা কলেজ, বরগুনা জিলা স্কুল,গার্লস হাই স্কুল, ফুলঝুড়ি স্কুল এন্ড কলেজ, গৌরিচন্না নবাব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়, ইটবাড়িয়া কদমতলা মাধ্যমিক বিদ্যালয়,কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়, তাসলিমা মেমোরিয়াল একাডেমী, নলী চরক গাছিয়া এতিম মঞ্জিল সিনিয়র মাদ্রাসা, বরগুনা দারুল উলুম নেছারিয়া কামিল মাদ্রাসা, ছোটলবনগোলা হাজারবিঘা মাধ্যমিক বিদ্যালয় ইত্যাদির পাশাপাশি শহরে দুটি শিক্ষক প্রশিক্ষণ কলেজ, একটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, একটি প্রযুক্তি স্কুল এবং কলেজ এবং একটি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট রয়েছে। শিক্ষা কার্যক্রমটি বরিশালের মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়।

অর্থনীতি

বরগুনা এর অর্থনীতি কৃষিনির্ভর। প্রধান শস্য ধান, চিনাবাদাম,সরিষা,সূর্যমুখী ও বিভিন্ন ধরনের ডাল। একসময় পাট চাষ হত, কিন্তু তা অর্থকারী ফসল হিসেবে জনপ্রিয়তা হারিয়ে ফেলে। উপকূলবর্তী জেলা হওয়ায়, বরগুনার অনেকেই জেলের কাজ করে।

উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের নাম

  • শাহজাদা আবদুল মালেক খান
  • অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান (উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়)
  • হুমায়ুন কবির হিরু
  • জাফরুল হাসান ফরহাদ
  • ধীরেন্দ্র দেবনাথ শম্ভু
  • আবদুর রহমান খোকন
  • দেলোয়ার হোসেন
  • সৈয়দ রহমাতুর রব ইরতিজা আহসান
  • নুরুল ইসলাম মনি
  • গোলাম সরোয়ার হিরু
  • গোলাম সবুর টুলু
  • শওকত হাচানুর রহমান রিমন
  • মীর সাব্বির (অভিনেতা)

দর্শনীয় স্থান সমূহ

  • বেতাগীতে বিবি চিনি মসজিদ (মোঘল আমলে স্হাপিত। ধারণা করা হয় চিনি বিবির নামে এলাকার নামকরণ করা হয় বিবি চিনি। স্থানীয় পার্যায়ে আলোচনা আছে ঢাকার লালবাগের কেল্লায় শায়িত পরী বিবির বোন তিনি।)
  • তালতলীর বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ একাডেমী।
  • পাথরঘাটার হড়িণঘাটার লালদিয়া সমুদ্রসৈকত
  • সোনাকাটা সমুদ্র সৈকত ও সোনাকাটা ইকোপার্ক
  • ফাতরার বন
  • বিহঙ্গ দ্বীপ বা ধানসিড় চর
  • শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, নলবুনিয়া, তালতলী।

রাখাইন সংস্কৃতি

বরগুনা জেলার দক্ষিণ অঞ্চলে মঙ্গলিয় গোষ্ঠীর অন্তর্ভুক্ত রাখাইন সম্প্রদায়ের বসবাস। বাঙ্গালী সংস্কৃতির সাথে রাখাইন সংস্কৃতির মিশ্রণ সমৃদ্ধ করেছেএ অঞ্চলের সংস্কৃতিকে । রাখাইনদের নিজস্ব উৎপাদন ব্যবস্থায় রয়েছে বৈচিত্রময় কুঠির শিল্প, কৃষি কাজ, শূকরসহ পশু পালন । একই সাথে সামাজিক অনুষ্ঠানাদির মধ্যে রয়েছে জলক্রীড়া, ফানুস ছোড়া, পিঠা উৎসব । রাখাইনদের অন্যতম অনুষ্ঠান বাঘ শিকার, প্রেমময় নৃত্যানুষ্ঠান কিন্নর নাচ, রাক্ষস নাচ, বানর নাচ ইত্যাদি।তাদের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে রয়েছে -গৌতম বৌদ্ধের জন্ম বার্ষিকী পালন, মাঘী পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা, রাস উৎসব ইত্যাদি ।

বিখ্যাত খাবার

বরগুনা জেলা নারিকেল ও সুপারির জন্য বিখ্যাত।এছাড়াও বরগুনার বিখ্যাত খাবার -চুইয়া পিঠা, চ্যাবা পিঠা, মুইট্টা পিঠা, আল্লান, বিসকি, তালের মোরব্বা, শিরনি, নাড়িকেলের সুরুয়া, চালের রুটি, ইলিশ মাছ, মিষ্টি।

 

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।