দুর্গাসাগরে টোপ ফেললেই উঠছে বড় মাছ
logo
ঢাকা, শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুর্গাসাগরে টোপ ফেললেই উঠছে বড় মাছ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
জুন ২২, ২০২২ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

বড়শির টোপ ফেললেই বিশালাকৃতির মাছ উঠছে ঐতিহাসিক দুর্গাসাগর দিঘীতে। বুধবার (২২ জুন) বিকেলে স্বল্প সময়ে অনেকগুলো বড় মাছ উঠে আসে মাছশিকারিদের টোপে। এরমধ্যে সবচেয়ে বড় মাছটির ওজন ৩০ কেজি।

মাছশিকারি রাজিব আহম্মেদ জানান, আমরা কয়েক বন্ধু মিলে ৫ হাজার টাকায় টিকিট সংগ্রহ করে ৪৪ নম্বর সিটে বড়শি ফেলি। সকাল থেকে তেমন কোনো মাছ শিকার না হলেও বিকেল ৪টার দিকে টোপ ফেলতেই উঠে আসে বিশাল আকৃতির একটি কাতল মাছ। মাছটি নিস্তেজ করে ডাঙায় তুলতে এক ঘণ্টারও বেশি সময় লেগেছে। এছাড়া ২০ কেজি ওজনের পাঙাশ মাছও ধরা পড়েছে।

তিনি জানান, বিকেলের সময়টি মাছশিকারের জন্য উপযুক্ত। কারণ শুধু আমরাই না আশপাশের সিটের অন্য শিকারিরাও একই সময়ে ১২ কেজি ওজনের কাতল, ১০ কেজি ওজনের বিগহেডসহ বেশ কিছু বড় আকৃতির মাছ ধরতে পেরেছেন।

dhakapost.com

তিনি বলেন, নবগ্রাম রোড এলাকার বাসিন্দা আমিসহ রাজু, আজিজ, বাপ্পি চৌধুরী ও শিপলু মিলে দুইদিনের টিকিট সংগ্রহ করেছি। আগামীকাল আমাদের মাছশিকারের সময় শেষ হবে।

দুর্গাসাগর দিঘীর নিরাপত্তাকর্মী তপন লাল লস্কর বলেন, বড় মাছটি ক্রয়ের জন্য অনেকেই এসেছিলেন। কিন্তু যারা শিকার করেছেন তারা বিক্রি করেননি। তারা জানিয়েছেন, বন্ধুরা ভাগ করে মাছটি পরিবারসহ খাবেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।