তালতলীতে ভেজাল তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
logo
ঢাকা, শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তালতলীতে ভেজাল তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

তালতলী (বরগুনা) প্রতিনিধি
জুন ২২, ২০২৩ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

বরগুনার তালতলীতে ভেজাল মানহীন সরিষার ও নারিকেল তেল বিক্রির অভিযোগে মোহাজ্জেম হোসেন(২৫) নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২৫ লিটার ভেজাল সরিষার ও নারিকেল তেলও জব্দ করা হয়।

বুধবার(২১ জুন) বিকালে উপজেলার লালুপাড়া এলাকায় ভেজাল সরিষা ও নারিকেল তেল মজুদ ও বিক্রি দায়ে এ জরিমানা করে উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা। এর আগে স্থানীয়রা ঐ ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,বরগুনার আমতলী উপজেলার চুনাখালী এলাকা থেকে মোহাজ্জেম হোসেন (২৫) নামের এক ব্যবসায়ী মটরসাইকেলে মানহীন সরিষার ও নারিকেল তেল তালতলীর লালুপাড়া এলাকায় বিক্রির জন্য নিয়ে আসেন। এসময় প্যারাসুট ও ভেলী ফুলের লেভেল লাগিয়ে নারিকেল তেল ও তীর মার্কার লেভেলে সরিষার তেল দোকানে দেওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে ঐ ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন ও জব্দকৃত ভেজাল মানহীন সরিষার,নারিকেল তেল ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন,সংবাদ পেয়ে ভেজাল তেল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একই সাথে তেল ধ্বংসকরা হয়েছে। তিনি আরও বলেন, ঐ ব্যবসায়ীকে সাবধান করা হয়েছে আর যাতে এই ভেজাল তেল আর বিক্রি না করেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।