হাজী মালেক কলেজে স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী
logo
ঢাকা, সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

হাজী মালেক কলেজে স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী

খবর প্রতিবেদন
মার্চ ২৬, ২০২২ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

হাজী আ: মালেক ইসলামিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ সাহিদা খাতুন এর সভাপতিত্বে ও মার্কেটিং বিভাগের প্রভাষক এস এম সোহেল ইসহাক এর পরিচালনায় ২৬ শে মার্চ সকাল ১০ টায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী হয়।

সুচনা বক্তৃতা করেন ইংরেজি বিভাগের অধ‍্যা: এফ এস ইয়াসিন আরা। এসময় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন অধ‍্যা: আবুল খায়ের বিশ্বাস, আসিফ ইকবাল, এস এম আরিফুজ্জামান অপু, আফরোজা আক্তার জাহান, মজিদা পারভীন, রুবিনা বেগম, মো: শামিম শেখ, বিল্পব মন্ডল, রুপক রায়, আব্দুল্লাহ আল মামুন, অনিরুদ্ধ মিস্ত্রী, বিপুল স্বর্নকার, সাংবাদিক বনি আমিন, ছাত্রনেতা আতিকুর রহমান সাব্বির, ইয়াসিন আরাফাত, সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ। নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থী হিয়া ও রিয়া।

বক্তারা বলেন, বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন আজ। ১৯৭১ সালের এই দিন বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল। ২৫ মার্চের কালরাতের ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে দাঁড়িয়ে বাঙালি এই দিন থেকে মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীন করার শপথ গ্রহণ করে। শুরু হয় মুক্তিযুদ্ধ।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের মুক্তির ইতিহাস-স্বাধীনতার ইতিহাস।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।