তালতলীতে অবৈধ স্থাপনা নির্মাণ, সিলগালা করে দিলো ইউএনও
logo
ঢাকা, শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তালতলীতে অবৈধ স্থাপনা নির্মাণ, সিলগালা করে দিলো ইউএনও

তালতলী (বরগুনা) প্রতিনিধি
জুন ২৭, ২০২৩ ৯:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

বরগুনার তালতলীতে সরকারী খাল দখল করে অবৈধ পাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে। অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে ঐ ভবনটি সিলগালা করে দিয়েছে ইউএনও । এসম ভবন মালিককে পাকা স্থাপনা ভেঙ্গে ফেলার জন্য ২০ দিনে সময় দেওয়া হয়েছে।

সোমবার(২৬ জুন) বিকাল ৩টার দিকে উপজেলা শহরে ভূমি অফিসের সামনে অবৈধ পাকা স্থাপনাটি সিলগালা করে দেওয়া হয়।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার শহরের পাশেই গুরুত্বপূর্ণ খাল দখল করে এলাকার স্থানীয় প্রভাবশালী মো. নাজিম অবৈধ পাকা ভবব নির্মাণ কাজ শুরু করেন। ইতিমধ্যে তিনি গোপনে তিন তলা ভবন নির্মাণ কাজ শেষ করেছেন ও চার তলা নির্মাণ কাজ চলছে। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশন (ভূমি) সিফাত আনোয়ার তুমপা ঘটনাস্থালে এসে অবৈধ স্থাপনার কাজ বন্ধ করে দেন। একই সাথে অবৈধ ভবনটি সিলগালা করে দেন। ভবন মালিক ২০ দিনের ভেতর অবৈধ স্থাপনাটি ভেঙ্গে বা সড়িয়ে ফেলবে বলে মুছলেকা দিয়ে যায়। এদিকে খালের নাব্যতা ফিরিয়ে আনার জন্য খাল দখল করা সব স্থাপনা ভেঙে দেওয়ার দাবি জানান স্থানীয়রা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশন (ভূমি) সিফাত আনোয়ার তুমপা বলেন, গোপনে স্থাপনাটি সরকারি জায়গায় অবৈধভাবে তোলা হয়েছে। ভবন মালিক এমন ভাবে কাজ করেছে যে বাহির থেকে বোঝা যায় না তিনি অবৈধ স্থাপনা নির্মাণ করছে। আজকে গোপন সংবাদের ভিক্তিতে ঘটনাস্থালে এসে এটি সিলগালা করে দেওয়া হয়েছে। ভবন মালিককে ২০ দিনের সময় দেওয়া হয়েছে অবৈধ স্থাপনা ভেঙে ফেলবে। যদি তিনি ভেঙে না ফেলে তাহলে পরবর্তী ব্যবস্থা নেওয়অ হবে। তিনি আরও বলেন,খালের ওপর অবৈধভাবে নির্মিত সব অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।