তালতলীতে দুই হাজার কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ
logo
ঢাকা, শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তালতলীতে দুই হাজার কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

তালতলী (বরগুনা) প্রতিনিধি
জুন ২৮, ২০২৩ ৮:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

বরগুনার তালতলীতে আমন ধান আবাদ বৃদ্ধি ও বসতবাড়িতে নারকেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আমন বীজ, সার এবং নারিকেল চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ জুন) দুপুওে উপজেলা চত্বরে কৃষকদের প্রণোদনার মালামাল বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা এর সভাপতিত্ব ও উপজেলা কৃষি অফিসার মো. সুমন হাওলাদারের সঞ্চালনায় সংসদ সদস্যর পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পঁচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান আ. রাজ্জাক হাওলাদার,কড়ইবাড়িয়া ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সিকদার পনু,শারিকখালী ইউপি চেয়ারম্যান ফারুক খানসহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

প্রণোদনা কর্মসূচিতে ১২’শ জন কৃষকের প্রতিজন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়। এ ছাড়া একই কর্মসূচির আওতায় ৮’শ জন কৃষকের প্রত্যেককে পাঁচটি করে মোট ৪ হাজার দেশিও উন্নত জাতের নারিকেল চারা বিতরণ করা হয়।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।