সিভিল সার্জন কার্যালয়ে স্টাফদের মারামারি
logo
ঢাকা, শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিভিল সার্জন কার্যালয়ে স্টাফদের মারামারি

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৯, ২০২২ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীতে সিভিল সার্জন কার্যালয়ের স্টাফদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে গুরুতর অবস্থায় জেলা স্যানিটারি পরিদর্শক মহিউদ্দিন আল মাসুদকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকাল ৫টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্টেনো খলিলুর রহমানের কক্ষে এ ঘটনা ঘটে।

মারামারির বিষয়টি স্বীকার করেছেন সিভিল সার্জন ডা. এস এম কবির হাসান।

সূত্র জানায়, নতুন ও পুরাতন ডায়াগনস্টিক সেন্টারের নবায়ন এবং অনুমোদনসহ প্রয়োজনীয় ফাইল সিভিল সার্জন কার্যালয়ের স্টেনো মো. খলিলুর রহমান রেডি করতো। তবে সম্প্রতি এ কাজে জেলা স্যানিটারি পরিদর্শক মহিউদ্দিন আল মাসুদসহ আরও দু’জনকে দিয়ে মোট তিনজনের কমিটি করা হয়। এতে ক্ষিপ্ত হন মো.খলিলুর রহমান। এ নিয়ে বৃহস্পতিবার বিকেলে স্টেনোর নিজ কক্ষে কথাকাটাকাটি হলে এক পর্যায়ে স্টেনো খলিলুর রহমান জেলা স্যানিটারি পরিদর্শক মহিউদ্দিন আল মাসুদকে স্টিলের স্কেল দিয়ে মাথায় আঘাত করেন। এতে সে গুরুতর আহত হলে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে জেলা স্যানিটারি পরিদর্শক মহিউদ্দিন আল মাসুদ বলেন, পটুয়াখালীতে বেসরকারি ক্লিনিকের অনুমতি দিতে সিভিল সার্জন একটি কমিটি করে দিয়েছেন। সেই কমিটিতে আমিও রয়েছি। স্টেনো খলিলুর রহমান বেসরকারি ক্লিনিকগুলোর অনুমতির নজরদারি করছিলেন। বেশ কিছু ক্লিনিক তদারকি করে অনুমোদন যোগ্য নয় বলে প্রতিয়মান হলেও সেগুলোর অনুমতি দিতে সে আমাকে চাপ দেয়। এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে তার টেবিলে থাকা স্টিলের স্কেল দিয়ে মাথায় আঘাত করে। বিষয়টি সিভিল সার্জনকে জানিয়েছি। তার সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেব।

এ বিষয়ে জানতে স্টেনো মো. খলিলুর রহমানের মোবাইলে বারবার ফোন ও এস এমএস দিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সিভিল সার্জন ডা. এস এম কবির হাসান বলেন, শুনেছি মাথায় আঘাতের ঘটনা ঘটছে। স্যানিটারি পরিদর্শক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তদন্ত সাপেক্ষে স্টেনো মো. খলিলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।