তালতলীতে কোস্টস্ প্রকল্পের অবহিতকরন সভা
logo
ঢাকা, রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

তালতলীতে কোস্টস্ প্রকল্পের অবহিতকরন সভা

মাহমুদুল হাসান (বরগুনা) প্রতিনিধি
জুন ৭, ২০২২ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার তালতলীতে নেদারল্যান্ডস এন্টার প্রাইজ এজেন্সির অর্থায়নে কর্ড এইড বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নে কোস্টস্ প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(০৭ জুন) বেলা ২টার দিকে তালতলী উপজেলা কৃষি অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার সুমন হাওলাদার। আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম,উপসহকারী কৃষি কর্মকর্তা,বিভিন্ন এনজিও প্রতিনিধি,কৃষক প্রতিনিধি,প্রকল্প কর্মকর্তাসহ গণমাধ্যম প্রতিনিধি । সভায় উপকূলীয় অঞ্চলের লবণাক্ত এলাকায় কৃষকদের সমস্যা মোকাবেলায় প্রকল্প কর্তৃক গৃহীত কার্যাবলী তুলে ধরা হয়।

প্রকল্প সমন্বয়কারি মোঃ মাসুদ রানা বলেন, প্রকল্পটি উপকূলীয় ৪ টি জেলার মোট ০৮ টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি মূলত একটি সম্মিলিত প্রকল্প যেখানে কর্ড এইড হচ্ছে নেতৃত্ব দানকারি সংন্থা। প্রাইভেট সেক্টর পার্টনার হিসেবে রয়েছে লাল তীর সীড লিমিটেড,। একাডেমিক পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রয়েছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট। এই প্রকল্পটি ২০২১ সালের জুলাই মাস থেকে বাংলাদেশের উপকূলীয় এলাকায় কাজ করে আসছে। যার লক্ষ্য হলো বৈচিত্রময় দেশীয় খাদ্যদ্রব্য উৎপাদন এবং খাদ্যগ্রহনের লক্ষ্যে ২০২৪ সালের মধ্যে বাংলাদেশের দক্ষিনাঞ্চলের উপকূলীয় পতিত জমির ৫০০০ হেক্টর জমি টেকসইভাবে ব্যবহৃত হবে। এছাড়াও ১০ হাজার উপকারভোগীর এই প্রকল্পের প্রধান কাজগুলো হচ্ছে কৃষকদেরকে লবনাক্ততা সহিষ্ণু কৃষি বিষয়ে প্রশিক্ষণ দেয়া, প্রদর্শনী প্লট স্থাপন, বীজ ও অন্যান্য উপকরন সহায়তা দেয়া, কৃষি বিপণন শক্তিশালী করা, লবন সহিষ্ণু বীজ এর সাপ্লাইচেইন নিশ্চিত করা ইত্যাদি।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।